ডিলারের প্রতারণায় ভুল জাতের ধানের বীজ বপন করে বিপাকে পড়েছেন পটুয়াখালীর রাঙাবালির কয়েকশ’ কৃষক। আমনের মৌসুমে বপন করা এসব বীজে সময়ের আগেই গজিয়েছে ধানের শীষ। যা অপরিপক্ক হওয়ায় অধিকাংশতেই ধরেছে চিটা। ফলন বিপর্যয়ে দিশেহারা কৃষক। ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, সাধারণ কৃষকের...